সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি পুরস্কার বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে-সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি পুরস্কার বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে-সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ বাংলাদেশের ইতিহাসে অনন্য অর্জন হিসেবে মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি নানা ক্ষেত্রে সফলতা অর্জনের পর টেকসই উন্নয়নের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারী কর্মকর্তাদের নিরপেক্ষ ও সততার দৃষ্টি দিয়ে কাজ করতে হবে। দেশের অধিকাংশ উন্নতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উপর নির্ভর করে। এ কারণে এসডিজি বাস্তবায়নে প্রত্যেক কর্মকর্তাকে হতে হবে ইন্টারনেটে পারদর্শী, সৎ, নিরপেক্ষ এবং মানুষকে সেবা প্রদানের মানষিকতা। শেখ হাসিনা সরকার প্রতিটি সরকারী সেক্টরকে ইন্টারনেটের আওতায় এনে তাদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি অব্যাহত রেখেছেন। বাংলাদেশের এ সাফল্য যারা দেখতে চাই না তারা দেশের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কুৎসা রটিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় এবং প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তপু সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, জেলা আওয়ামী লীগ নেতা আ: মজিদ ফকির, জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ।
এদিকে বুধবার রূপসা অফিসার্স ক্লাবে এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্প আয়োজিত উপজেলা পর্যায়ে ইন্টারেক্টিভ মিটিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় উপজেলা ফোরামের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা আফরোজ মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
উপজেলা ফোরোমের সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আ. মালেক শেখ ,সন্তোস চিন্তা পাত্র, উপজেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সাংবাদিক ফ ম আইয়ুব আলী, নুর মোহাম্মাদ সিফাত, মোল্লা সেলিম, ইউপি সদস্য আলমগীর হোসেন, রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, ফিরোজা কেগম, তানজিলা বেগম, নাছিমা কবীর, মুক্তা খাতুন, রিনা খানম, আঃ রউপ, মলিনা খাতুন, মো. নাহিদুজ্জমান, মমতা হেনা জোসনা প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কালিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

খুবিতে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

খুলনায় ট্রেড লজিস্টিক্স জব ফেয়ার আয়োজন করলো ইউএসএইড

রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।