চ্যানেল খুলনা ডেস্কঃ রামপাল-মোংলা বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য খূলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বর্তমান সরকার একটি কৃষি বান্ধব সরকার। সরকার কৃষকদের বীনা মূল্যে সার,বীজ, কীট নাশক সহ নানা ধরনের কৃষি উপকরন দিচ্ছে। নামমাত্র সুদে কৃষি লোনের ব্যবস্থা করেছে। যা অতীতে কোন সরকার করতে পারেনি। বিএনপি আমলে কৃষকরা সারের দাবী করলে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন কৃষকদের কোন কিছুর জন্য দাবি নিয়ে রাজপথে নামতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে কৃষি নির্ভরশীল একটি দেশে পরিনত করেছে। দেশ এখন খাদ্য স্বয়ং সম্পুর্ণ হয়েছে। এখন খাদ্যের জন্য কোন দেশের কাছে হাত পাততে হয়না। বিএনপি আমলে এ দেশের উত্তোরাঞ্চে মঙ্গা হতো। তখন হাজার হাজার মানুষ না খেয়ে থাকতো। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিএনপির রেখে যাওয়া সেই অভিশপ্ত মঙ্গা দুর করে দেশকে খাদ্য সমৃদ্ধ দেশে পরিনত করেছে। তিনি বলেন করোনা পরিস্থিতি বিশ্ব ব্যাপি ভয়াবহ রুপ ধারন করেছে। মরনঘাতি এই করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোন ঠিক নেই। করোনার কারনে দেশের দরিদ্র জনগোষ্টি কর্মহীন হয়ে পড়েছে। সরকার তাদের বাচিয়ে রাখতে দফায় দফায় খাদ্য সহায়তা দিচ্ছে। শুধু দরিদ্র নয় মধ্যবিত্তদেরও তালিকা করে তাদেরও খাদ্য সহায়তার আওতায় নিয়ে আসা হবে। তালিকা করার সময় নজর রেখে স্বচ্ছতার সাথে তালিকা করতে হবে। করোনান কারনে এবার বোরো মৌসুমে শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। সরকার শ্রমিকদের ধান কাটার জন্য পরিবহন ব্যবস্থার পাশাপাশি তারা যাতে নিরাপদ দুরত্ব বজায় থাকতে পারে জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন বিশ্বের উন্নত দেশে আমাদের দেশের মতো শ্রমিকদের দিয়ে ধান কাটা ও মাড়াই করা হয়না। যন্ত্রের সাহায্যে একজন মানুষ ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করতে পারে । আমরা এখনও সেই মান্দাতা আমলের কৃষি ব্যবস্তার মথ্যে পড়ে আছি। এ থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে আমাদের আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে অধিক ফলন উৎপাদন করতে হবে।
তিনি সোমবার সকাল ১০টায় রামপাল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় রামপাল উপজেলায় প্রথম বারের মতো এসিআই মোটরের সৌজন্যে দুটি ধান কাটা ও ধান মাড়াই যন্ত্র কৃষকদের হাতে তুলে দিয়ে এ সব কথা বলেন। এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, ভাইসচেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইসচেয়ারম্যান হোসনে আরা মিলি,উপজেলা কুষি কর্মকর্তা কৃষনা রানী মন্ডল, এসিআই মোটরের খূলনা মার্কেটিং ম্যানেজার অপুর্ব কুমার সাহা, জেলা পরিষদ সদস্য অসীত বরন কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।