চ্যানেল খুলনা ডেস্কঃ রামপাল-মোংলা বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন প্রানঘাতি করোনা বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরন করছে। বাংলাদেশও এর হাত থেকে রেহাই পাচ্ছেনা। এই মহামারী থেকে রেহাই পেতে হলে আমাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবেনা। এই রোগের হাত থেকে রেহাই পেতে সরকার বেশ কিছু জরুরী নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন। ্ওই নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। রোগটি অত্যন্ত ছোয়াছে। এই রোগের কোন ঔষধ আবিষ্কার হয়নি। যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন তার কাছে আসা যাবেনা। নিরাপদ দুরত্বে থাকতে হবে। তিনি বলেন এই মহামারির কারনে বাংলাদেশ সহ সারা বিশ্বের অর্থনীতিতে একটি বিরাট প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য্য ও সাহসিকতার সাথে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলা করে অর্থনীতির মন্দাভাব কেটে ওঠার চেষ্টা করছে। করোনার প্রভাবে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব দরিদ্র মানুষ খাবারের অভাবে যেন না খেয়ে থাকে তার জন্য সরকার বাড়িবাড়ি ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে। সরকার নুতন করে আরো এক কেটি লোককে খাদ্য সহায়তার আওতায় নিয়ে এসেছে। তিনি বলেন সরকারের পাশাপাশি এ দেশর বড় বড় শিল্প প্রতিষ্টান, ধনাঢ্য ব্যক্তি, বেসরকারি উন্নয়ন সংস্থা ত্রান সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত পাওয়ার প্লান্ট রামপাল ও মোংলা উপজেলার সব ইউনিয়নে কয়েক হাজার কর্মহীন মানুষকে ত্রান সহায়তা দিয়েছে।
তিনি গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রামপাল উপজেলার গৌরম্ভা, উজলকুড়, রাজনগর, বাইনতলা, হুড়কা, রামপাল সদর, বাশতলী ইউনয়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দুই হাজার চারশত দরিদ্র মানুষের মধ্যে ত্রান বিতরন কালে তার বক্তব্যে এ সব কথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আ. রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, আলহাজ জামিল হাচান জামু, গাজী আকতারুজ্জামান, মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,আলহাজ মোহাম্মাদ আলী, সরদার আ. হান্নান ডাবলু, জুলহাস ইজারদার, ইসরাফিল সেখ, কামাল হোসেন, জুলফিকার আলী ভুট্টো, গাজী রাশেদুল ইসলাম ডালিম, আশরাফুল আযম আকুঞ্জি, মাসুম বিল্লাহ,বিচিত্র পাড়ে, সেখ সোহেল রানা, সেখ রজ্জব আলী, অসীত বরন কুন্ডু, জালাল উদ্দিন দুলাল, ডা. সুকান্ত কুমার পাল, মনির আহমেদ প্রিন্স, নিখিল চৌধুরি, আক্কেল আলী, মাখন লাল সরকার, আকরাম হোসেন, এনামুল বাশার বাচ্চু, শিকদার জিয়াউর রহমান পলাশ ফকির মহিতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় পেড়িখালি ইউনিয়নে ২২৫ জন দরিদ্র মানুষের মধ্যে ত্রান বিতনর করা হয়।