জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (৫ ডিসেম্বর) বিকাল চারটায় জয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম।
ওয়ার্ড সদস্য সন্জয় ধর সুমন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা অফিসার অতিশ সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্জন কুমার দে, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান ফকির।
উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল, সভার উপদেষ্টা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) পলি বেগম, বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী,রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ৫নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন।