মেলার এবারের প্রতিপাদ্য ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশিয় ফল মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় ফল মেলায় বিভিন্ন প্রজাতির দেশি বিদেশী ফল স্টলে স্থান পায়। বিভিন্ন ধরনের ফলে সুঘ্রাণে মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ সাখাওয়াত হোসেন।
এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, নীল রতন রায়, তানিয়া রহমান, বিপ্লব দাশ, প্রদীপ মণ্ডল, মুহাম্মদ ইকরামুল কবির প্রমূখ।
ফল মেলায় আনারস, পেপে, চালতা পেয়ারা, কলা, জামরুল, সাম্মাম, কদবেল, তালসহ বিভিন্ন প্রজাতির ফল স্থান পায়। এসব সহজলভ্য ফলের পুষ্টিমান ও নানা গুণাগুণের সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেখ শাখাওয়াত হোসেন।