বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলধা বাজার, কালিবাড়ী মন্দির এবং ডাকবাংলার মোড় সহ মোট ৩ টি স্পটে পপুলার থিয়েটার বা পথ নাটক প্রদর্শন ও করোনা সচেতনতামুলক ছন্দে রচিত লোকগানের মাধ্যমে মানুষকে সচেতনতার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের ইউনিসেফ প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খালিদ হাসানের তত্বাবধানে সুসজ্জিত মিনি ট্রাকের ভ্রাম্যমান বহরে ফকিরহাট উপজেলার ৩টি স্পটে বিনোদনের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধে সতর্কবার্তা জোরদারকরন কর্মসূচী পালিত হয়। উল্লেখ্য এই কার্যক্রম বাগেরহাট জেলার ৭টি উপজেলায় মোট ৩০ টি স্পটে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এই কার্যক্রমের মাধ্যমে করোনা সতর্কতায় জনগণকে হাত ধোয়া মাস্ক পরিধান করা টিকা গ্রহনে উৎসহ এবং টিকার উপকারীতা সম্পর্কে অবহিত করা হয়।