শারদীয় দুর্গোৎসব আসন্ন। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উৎসব অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট দায়িত্বরত সেনাবাহিনীর মেজর শেখ ফারিয়াল আমিন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা. ডা. এএসএম মফিদুল ইসলাম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রভাষক মনোতোষ রায় কেষ্ট প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।