সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফকিরহাটে স্ত্রী হত্যা মামলায় আসামী স্বামী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে স্ত্রী হত্যা মামলায় আসামী স্বামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ফাতেমাতুজ জোহরা (১৯) হত্যা মামলার আসামী মো. কাশেম শেখ (২৫) কে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল। গ্রেপ্তারকৃত আসামী উপজেলার ধনপোতা গ্রামের শেখ জাহাঙ্গির হোসেনের ছেলে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। পরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

র‌্যাব-৬ ও পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের বাসিন্দা মো. কাশেম শেখ প্রেমের ফাঁদে ফেলে রামপালের কামদি এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে জোহরাকে বিয়ে করেন। বিয়ের পর ওই দম্পত্তি ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় আব্দুল জব্বারের ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।

চলতি বছরের ১৬ মার্চ বিকেলে আসামী কাশেম শেখ ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করেন। পরে স্ত্রী আত্মহত্যা করেছে এমন তথ্য দিয়ে শশুরকে মরদেহ নিয়ে যেতে ফোন করেন। শশুর পৌঁছানোর আগেই কাশেম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হলে র‌্যাব ও পুলিশ আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রাখেন। অভিযানে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসার খাঁন জাহান আলী ব্রীজ এলাকা থেকে মামলার আসামী কাশেম শেখকে গ্রেপ্তার করেন। রাতেই আসামীকে থানায় হস্তান্তর করা হয়।

ওই ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল কুদ্দুস হাওলাদারের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলীম শেখ জানান, রাতে র‌্যাব-৬ কর্তৃক হস্তান্তরের পর শনিবার সকালে আসামীকে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘যৌতুকের জন্য মারপিট করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী কাশেম শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামপালে বিএনপি’র কর্মী সমাবেশ

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

রামপালে ওয়ার্ল্ড ভিশনের কম্বল পেল শিশুরা

ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।