ফকিরহাটে স্থানীয় সরকার শক্তিশালীকরনে অংশীজনের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপনে ১নং বেতাগা ইউনিয়ন পরিষদ আয়োজিত সভাটি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল চারটায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অমিত রায় চৌধুরী, ট্রেজারার খুলনা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য অজয় কুমার দাশ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব সিদ্দিক আলী, জেলা পরিষদ সদস্যা (সংরক্ষিত) সোমা ভট্টাচার্য, শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য-সদস্যা সহ স্থানীয় সরকারে অংশীজনেরাও। বেতাগা ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিনে আলোচনা সভা শেষে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্বরে অতিথিবৃন্দ বৃক্ষ রোপণ করেন এবং বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এদিন বেতাগা ইউনিয়নের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ট্যাক্স প্রদান করেন।