সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফাইনালের নায়ক হতে পারেন যে ৫ টাইগার যুবা | চ্যানেল খুলনা

ফাইনালের নায়ক হতে পারেন যে ৫ টাইগার যুবা

চ্যানেল খুলনা ডেস্কঃঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। আকবর আলীদের হাত ধরে প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ইতিহাস গড়ার লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। আকবর আলীরা ভারতকে হারাতে পারলে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এছাড়া বাকি চার ম্যাচে জয় পায় টাইগাররা। ফাইনালে দলের ১১ জন একসঙ্গে পারফর্ম করতে পারলে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে।

বিশ্বকাপের স্কোয়াডে থাকা যুব দলের প্রত্যেকেরই ভালো খেলার সামর্থ্য রয়েছে। তবে তামিম-সাকিব-রকিবুলসহ কয়েকজনের উপর বাড়তি চাওয়া থাকবে দলের। তারা জ্বলে উঠলে একাই গুড়িয়ে দিতে পারে প্রতিপক্ষকে। দেখে নিই, কোন পাঁচজনের উপর বাড়তি চাওয়া থাকবে দলের-

মাহমুদুল হাসান জয়

যুব ক্রিকেটে চারটি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে মাহমুদুল হাসান জয়ের। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন ইতিহাস। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৫ ম্যাচে তিনি করেছেন ১৭৬ রান। ফাইনালেও তার কাছে থেকে ভালো কিছুই প্রত্যাশা করছে দল।

তানজিদ হাসান তামিম

তানজিদ হাসান তামিম ইতোমধ্যেই নামের পাশে মারকুটে তকমা লাগিয়ে ফেলেছেন। ভয়ডরহীন ব্যাটিং করে এ ওপেনার ইতোমধ্যেই নজর কেড়েছেন সবার। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে খেলেছেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। টুর্নামেন্টে এখন পর্যন্ত তামিম করেছেন ১৪৯ রান, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ফাইনালেও ভারতের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।

তৌহিদ হৃদয়

যুব ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি হাঁকিয়েছে তৌহিদ হৃদয়। এ টুর্নামেন্টেও ব্যাট হাতে রান পাচ্ছেন তিনি। ৫ ম্যাচে করেছেন ১১৪ রান। ফাইনালে শাহাদাত, শামিমকে সঙ্গে নিয়ে মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে তার উপরই।

রকিবুল হাসান

বল হাতে বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন স্পিনার রকিবুল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। ৫ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্বও আছে তার। এছাড়া রকিবুল বেশ কিপটে বোলিং করেছেন তিনি। টুর্নামেন্টে ৩.১০ গড়ে রান দিয়েছেন তিনি।

শরিফুল ইসলাম

এছাড়া পেসার শরিফুল ইসলামও ভারতের বিপক্ষে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি শিকার করেছেন ৩ উইকেট। ফাইনালে তার নেতৃত্বেই গড়ে উঠবে বাংলাদেশের পেস আক্রমণ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।