সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ফুলতলার দামোদর গ্রামের ইসলাম খান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

ফুলতলার দামোদর গ্রামের ইসলাম খান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা ডেস্কঃ ফুলতলা থানার দামোদর গ্রামের ইসলাম খান (৪৫) হত্যা মামলায় ৪ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত শরিয়তউল্লাহ’র ছেলে ইসলাম মোল্লা (৩৫), সোলায়মান শেখের ছেলে কামাল শেখ ৩৫), আহমেদ শেখের ছেলে মোস্তফা শেখ (৫৫) ও মৃত মতলেব গাজীর ছেলে হান্নান গাজী (৫৫)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শেখ সাইফুজ্জামান নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে আসামিরা ফুলতলা থানার দামোদর গ্রামের ইশারাত খানের ছেলে ইসলাম খানকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের উঠানে ফেলে ইসলাম খানকে বেধড়ক মারপিট করে। তার ডাকচিৎকারে গ্রামবাসী এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত ইসলাম খানের ভাই নজরুল ইসলাম খান বাদী হয়ে ফুলতলা থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (নং-০৬)। ওই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী দাউদ হোসেন আদালতে ৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী ও সহকারী পিপি এড. ফাল্গুনী ইয়াসমিন মিতা। আসামি পক্ষে এস্টেট ডিফেন্স ছিলেন এড. কামরুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

খুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

আসুন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবার চেষ্টা করি- মঞ্জু

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতির ইন্তেকালে খুলনা বিএনপির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।