খুলনায় চোরাই মালামালসহ ৩ জনকে আটক করেছে কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ। বুধবার নগরীর ফুলবাড়ীগেট রেল ক্রসিং এলাকায় খুলনা-যশোর মহাসড়কে চুরির সাথে জড়িত থাকার ওভিযোগে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কেএমপি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হল, দৌলতপুরের মানিকতলা মহেশ্বরপাশার বাসিন্দা নূর ইসলাম ব্যাপারীর ছেকে সুজন ব্যাপারী (২৮), ইসমাইল’র ছেলে সাকিব (২৩), গোলাম রসূল’র ছেলে বাপ্পী (১৬)।
আটককৃতদের থেকে ৭ টি রোড সাইন সিগন্যাল বোর্ড, ৭ টি লোহার খুটি এবং চুরির কাজে ব্যবহৃত ১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।