সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

ফের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া এবং চ্যাম্পিয়ন শব্দটি যেনো একে অপরের পরিপূরক! পুরুষ কিংবা নারী দল, চ্যাম্পিয়ন হওয়া যেনো তাদের কাছে ছেলেখেলা। এবারও ফাইনালে উঠেছিলো অস্ট্রেলিয়া নারী দল। ফাইনালে ওয়ানডে বিশ্বকাপের গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দলকে ৭১ রানে হারিয়ে সপ্তম বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উদযাপনে মেতেছে মেগ ল্যানিংয়ের দল। এর আগে ক্রাইস্টচার্চে টস ভাগ্যে হার অজিদের, ফাইনালে টস জিতে ব্যাটিং করতে চাইবে যেকোনো দলই! কিন্তু ইংল্যান্ড ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়াকে। অভিজ্ঞ হিলির সঙ্গে ওপেনিংয়ে আসেন রসিয়েল হেইনেস। ইংরেজদের দেওয়া আমন্ত্রণ কাজে লাগিয়েছেন দুই ওপেনারই। দারুণ ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া তুলে নেয় ১৬০ রান! ব্যক্তিগত ৬৭ রানে হেইনেস আউট হলেও হিলি দারুণ ব্যাটিংয়ে মুগ্ধ করতে থাকেন দর্শকদের।
দ্বিতীয় উইকেট জুটিতে বিধ্বংসী হয়ে উঠেন হিলি, বেথ মুনিকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে থাকেন রানের চাকা। এরমাঝে ঠিক ১০০ বলে ১০০ রানের মাইলফলকে পৌঁছে যান হিলি। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠে হিলির ব্যাট! ১০০ বলে সেঞ্চুরির উদযাপনে মাতা হিলি পরের ২৯ বলে সংগ্রহ করে ৫০ রান! হিলির সাথে মুনির ব্যাটও হয়ে ওঠে চড়াও। ৪৪.১ বলে ৩০০ রানে পৌঁছে যাওয়া অস্ট্রেলিয়া ৫০ ওভার শেষে সংগ্রহ করে ৩৫৬ রান। ব্যক্তিগত ১৭০ রানের ইনিংস উপহার দেন হিলি, এখানেই গড়েছেন রেকর্ড। পুরুষ ও নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেলির চেয়ে বেশী রানের ইনিংস নেই কারও। হেলির ১৭০ রানের সাথে মুনির ৬২ রানে জয়ের আশা দেখে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দেয়া ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা যাচ্ছেতাই! দলীয় ১২ রানেই হারিয়ে বসে প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট জুটিও হয়নি লম্বা। তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফেরেন ইংরেজ কাপ্তান। এক প্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিলের দিনে দারুণ ব্যাটিংয়ে মুগ্ধ করেন নাতালি স্কিভার তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরির পর যেনো রূঢ়মূর্তি ধারন করেন নাতানি! নবম উইকেটে চার্লিকে সাথে নিয়ে গড়ে তোলেন ৬৫ রানের জুটি। যদিও সতীর্থদের ব্যর্থতায় ১৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ম্যাচে নাতালি স্কিভার রানের বিপরীতে মেগান শুট ও জেস জোনাসেন তুলে নেন ৩ টি করে উইকেট। ইংল্যান্ড অলআউট হয় রানে, এর ফলে ৭১ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া নারী দল। এরই সাথে সাত বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘরে তুললো অস্ট্রেলিয়া নারী দল।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৩৫৬/৫(৫০)
হিলি ১৭০, হেইনেস ৬৮, মুনি ৬২;
অ্যানিয়া শ্রাবসোল ৪৬/৩
ইংল্যান্ড ২৮৫/১০(৪৩.৪)
নাতালি স্কিভার ১৪৮*, তামসিন ২৭;
আলানা ৬৪/৩, জেস জোনাসেন ৫৮/৩
ফলাফল: অস্ট্রেলিয়া নারী দল ৭১ রানে জয়ী।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

খেলাধুলা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে: তালুকদার আব্দুল খালেক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খালিশপুরে স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি

জিন্নাপাড়ায় কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুবিতে এখন থেকে প্রতিবছর নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।