জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘ। গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উৎসাহ ও উৎফুল্লতার মধ্য দিয়ে কেক কাটা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, হেমায়েত উদ্দিন খান, শেখ কুদ্দুস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, সদস্য সচিব তপন কুমার রায়, যুবলীগ নেতা ইকবাল হোসেন, জালাল মৃধা, জয়নাল ফরাজী, আব্দুল হান্নান, কাশেম ফরাজী, জুম্মান ঢালী, শাকিল হোসেন, রাহাত জোমাদ্দার প্রমুখ। পরে শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি