বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা বিতর্ক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে ৭ বারের মতো শ্রেষ্ঠ বক্তা হিসেবে জয়ী হয়েছেন প্রজ্ঞা পারমিতা রহমান।
বুধবার রাতে অনলাইনে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আন্তঃজেলা অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় খুলনা জেলা দলকে হারিয়ে সাতক্ষীরার টাইগার বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। সাতক্ষীরা টিমের পক্ষে দলনেতা প্রজ্ঞা পারমিতা রহমান, পারভেজ ইমাম ও উপমা আহমেদ নাবিলা প্রতিযোগীদের সাথে বিতর্কে অংশ নেয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এ আয়োজনের জন্য বিভাগীয় প্রশাসন ও সংশ্লিষ্ঠদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাতক্ষীরা জেলাবাসী।
উল্লখ্য যে, প্রজ্ঞা পারমিতা রহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু ও চ্যানেল আই – স্বর্নকিশোরীর খুলনার বিভাগীয় প্রধান। প্রজ্ঞা পারমিতা রহমানের মা বর্তমান তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাবা একজন ব্যাংক কর্মকর্তা। আগামীতে আরও সাফল্য বয়ে আনতে প্রজ্ঞার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।