সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল ছিল এদেশের মানুষের জন্য স্বর্ণযুগ | চ্যানেল খুলনা

কেইউজে’র গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে বাবুল রানা

বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল ছিল এদেশের মানুষের জন্য স্বর্ণযুগ

১৯২০-১৯৭৫ সময়কালকে ‘মুজিবযুগ’ ঘোষণা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আজ (শুক্রবার) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্বরে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থা থেকেই এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাঁর যে ত্যাগ তা সারাবিশে^ই দৃষ্টান্ত। তাঁর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কাল এদেশের মানুষের জন্য ছিল স্বর্ণযুগ। তাই ১৯২০-১৯৭৫ পর্যন্ত সময়কালকে মুজিবযুগ হিসেবে ঘোষণা করা কেইউজে’র একটি যৌক্তিক দাবি। এছাড়া বঙ্গবন্ধুর যেসকল খুনি বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ে পালিয়ে আছে, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করে ইতিহাসের দায়মুক্তি দিতে হবে। যেটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. নেয়ামুল হোসেন কচি’র পরিচালনায় আরও বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, তুফান গাইন, ফটোসাংবাদিক সুভাষ বসু, ওবায়দুল হক প্রমুখ।
এদিকে কেইউজে’র গণস্বাক্ষর কর্মসূচিতে খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে একাত্বতা প্রকাশ করা হয় এবং স্বাধীনতার পক্ষের সকল সাংবাদিকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কমিটি গঠন

খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মাহানগর শাখার নেতৃবৃন্দ

খুলনা প্রেসক্লাবের উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।