জাতির জনক বঙ্গবন্ধু’র শেখ মুজিবুর রহমানের সহচর, মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হক এর ১৮ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার। ২০০৪ সালের ২১ জানুয়ারী তিনি মৃত্যু বরন করেন। তিনি ১৯৪৭ সালের ১০ জানুয়ারী গোপালগঞ্জের গহরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে গহরডাঙ্গা টুঙ্গিপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৬৯ সালে তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতক পাশ করেন। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ ৬৮-৬৯ এর ভিপি নির্বাচিত হন। তিনিই সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিন পশ্চিমাঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশ গড়ার কাজে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করেছেন। ৭৫ পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও মানুষের সেবায় কাজ করেছেন। তিনি খুলনা মহানগর শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ জীবনবীমা কর্পোরেশনে কাজ করেছেন। তাঁর বড় ছেলে শেখ শাহাদাত হোসেন স্বাধীন আওয়ামী রাজনীতির অন্যতম সংগঠক ছিলেন। তাঁর ছোট ছেলে শেখ শাহজালাল হোসেন সুজন নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। তাঁর ১৮ তম মৃত্যু বার্ষিকীতে দোয়ার আয়োজন করেছে নগর যুবলীগ। ২১ জানুয়ারী’২২ শুক্রবার নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে নগর, থানা ও ওয়ার্স যুবলীগের সকল নেতৃবৃন্দদের স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহন করার আহ্বান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।