খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বঙ্গবন্ধু যে ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমান সরকার শিক্ষা,কৃষি ও শিল্প বান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গত ১৪ বছরে বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।
শেখ হাসিনার সরকারের উন্নয়ন-অর্জনে বাংলাদেশ বদলে গেছে। ১৪ বছরে বাংলাদেশ কতটা পরিবর্তন হয়েছে- সেটা দৃশ্যমান। যেদিকে দেখা যায় উন্নয়ন আর উন্নয়ন।
বিশ্বসংকটেও দেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভরশীল। শেখ হাসিনার সরকারের এত উন্নয়নে জনগণ খুশি হলেও মন খারাপ শুধু বিএনপির।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্ন য়নের লক্ষ নিয়ে দেশকে পরিচালনা করছেন। আজকে বিভিন্ন পর্যায়ে এক লাখ চৌদ্দ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে। আজকে দেশে খাদ্যের কোন অভাব নেই। ভুমিহীনদের বাড়ি করে দেওয়া হচ্ছে।
যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে রাজপথেই রুখে দিতে হবে। আগামী ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বঙ্গবন্ধুর রাজনীতির দর্শন ছিল গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো । আর পক্ষান্তরে বিএনপি-জামায়াত দেশে শুধু জ্বালাও পোড়াও করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রূপসা উপজেলায় বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান শেষে প্রাণী সম্পদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, এসময় বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: বজলুর রহমান, তথ্য কর্মকর্তা দিলশানারা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ ম আলাউদ্দিন মাহমুদ, সৈয়দ মোরশেদ আলম বাবু,শাহজাহান কবির প্যারিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদ শেখ, আজমল ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের আশিষ রায়,সরদার জসিম উদ্দিন,মো: রবিউল ইসলাম, তারেক আজিজ,আবুল কালাম আজাদ, খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন,নুর ইসলাম সরদার, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, রায়হান ফকির, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন, শেখ রিয়াজ,জনি, রাসেল,জুয়েল সরদারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির আয়োজনে সার্বিক সহযোগিতায় রূপসা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় হাই এবং লো বেঞ্চ বিতরণ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪৮ সেট সোলার প্যানেল সরবরাহ ও প্রতিস্থাপন এবং নারিকেলের পোকা দমনের জন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন উন্নয়নে ১০ টি পাওয়ার স্প্রে মেশিন সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, মনিরুজ্জামান মনি, সরোজ কুমার হালদার, মাদ্রাসা সুপার মাওলানা হাসিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
অপর দিকে দুপুর ২টায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে হাসপাতাল পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম।