নতুন বছরের প্রথম দিনে শনিবার আনুষ্ঠানিকভাবে বটিয়াঘাটা সহ দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস (রিটু) উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুসরাত ঝুমুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবিতা রানী মণ্ডল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, সাংবাদিক সুমন বিশ্বাস, সহঃ শিক্ষক দিপালী রাণী, লিপু জোদ্দার, মায়া মন্ডল, পলি রানী বিশ্বাস, মঞ্জু মন্ডল, রোমানা শারমিন প্রমুখ।
এ বছর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ।
নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে।
২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে নির্ধারিত সময়ে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।
ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, লাল-সবুজ প্লোকার্ড-ফেস্টুন নেড়ে এবং বেলুন উড়িয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় সংসদ সদস্যদের তন্ময়ের হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। হাজার হাজার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।