খবর বিজ্ঞপ্তি: খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে বলেই ক্ষমতা হারানোর অজানা আতঙ্কে তারা বিরোধী দলের যেকোন কর্মসূচি দেখলেই আঁতকে উঠছে। তাই দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় নিপীড়ণ-নির্যাতন। দেশে রাজনীতি করার অধিকার কেবল আওয়ামী লীগের, অন্যকোন দল বা মতের অনুসারীদের জন্য নয়। দুর্নীতি দুঃশাসনের এক বিভিষিকাময় ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে।’ মঞ্জু আরও বলেন, বর্তমান মিড নাইট সরকারের আমলে দেশের সর্বত্র অন্যায় ও অবিচারের দোর্দন্ড প্রতাপ চলছে। সোমবার (২৫ জানুয়ারি) বাদ আছর সদর থানার ২৭নং ওয়ার্ডের পুর্ব বানিয়া খামার খাদেমুল মাদ্রাসা ও দক্ষিণ বায়তুন নাজাত মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণকালে উপস্থিত সুধি সমাজের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোমলমতি শিশুরা আজ সাধারণ শিক্ষার পাশাপশি পবিত্র কোরআন শিক্ষায় হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই শীত মৌসুমে তাদের যথেষ্ট শীতবস্ত্র নেই। সমাজের বিত্তশালীদের প্রতিটা ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র দিয়ে সাহায্য করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, রেহেনা ঈসা, নাজির উদ্দিন নান্নু, ইশহাক তালুকদার, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, নিয়াজ আহমেদ তুহিন, জমশের আলী খান খোকন, মোস্তাফিজুর রহমান বাবলু, মাজেদা খাতুন, মোহাম্মদ আলী, জাকারিয়া লিটন, মাসুদ খান, ডা. ফারুক হোসেন, মোজাম্মেল হোসেন, ইউনুচ শেখ, বাবলু শেখ, ঈসা শেখ, জামির হোসেন দিপু, শাহাদাৎ হোসেন, কওসার শিকদার, আল আমিন তালুকদার প্রিন্স, মারুফ হোসেন, রাজিবুল আলম বাপ্পী, রবিউল আলম, শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মনি, পান্না, রনি, সোহাগ সজল প্রমুখ।