খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র বিতরণ করছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। আমার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার গরিব অসহায়, এতিমখানা, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনা-৪ আসনের মানুষের নিকট প্রধানমন্ত্রীর সকল সাহায্য সহযোগিতা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।
শনিবার বিকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের অসহায়-দুস্থদের মধ্যে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম মোল্লা, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আ: গফুর খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, রিনা পারভীন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, আজমল ফকির, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, আ: রাজ্জাক শেখ, রেশমা বেগম, লিপিকা দাস, মাহফুজুর রহমান, মাসুম শেখ, মাসুম সরদার, আলমগীর হোসেন শ্রাবন, বাবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ:সালাম শেখ, ফ ম আইয়ুব আলী, শাহজাহান শেখ, সাধারণ সম্পাদক নাজির শেখ, মামুন শেখ, সিদ্দিক শেখ, হারুন শেখ, যুবলীগের হারুন মোল্লা, বাদশা মিয়া, মারুফ হোসেন খান, আ: রশিদ শেখ, তারেক আজিজ, আ: করিম শেখ, কৃষকলীগ নেতা শামীম হাসান, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাফিরুল ইসলাম হিমেল, সালাম মুর্শেদী সেবা সংঘের তরিকুল ইসলাম, শিমুল শেখ, রিয়াজ প্রমূখ।