খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বর্তমান বিশ্বে সফল রাষ্ট্রনায়কের তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের ইতিহাসেও তিনিই সফল রাষ্ট্রনায়ক। তারই দৃঢ় পদক্ষেপে আজ করোনা ভাইরাস নিয়ন্ত্রিত। অন্যান্য দেশের আগেই ভ্যাকসিন সুবিধা পাচ্ছে বাংলাদেশের জনগণ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হলে দলের মধ্যে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে।
শনিবার সাংসদ রূপসা ও দিঘলিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ঢাকা ম্যারাথন, দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন, সেনহাটি ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যৌথ মতবিনিময় সভা, মুজিববর্ষ উপলক্ষে বারাকপুর ইউনিয়ন পরিষদের মুজিব কর্ণার, শহীদ মিনার, শিশু পার্ক, বিজয় মঞ্চ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বিজয় কলরব এর শুভ উদ্বোধন, ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার বিতরণ, বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হায়দার আলী, ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজী জিয়াউর রহমান, ফিরোজ হোসেন, দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক সহ দলীয় ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি