সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বাইরে সিলগালা ভেতরে সচল কারখানা | চ্যানেল খুলনা

বাইরে সিলগালা ভেতরে সচল কারখানা

বুড়িগঙ্গার পানি দূষণরোধে দুই তীরে ইটিপি ছাড়া (পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া) স্থাপিত সব ওয়াশিং, ডাইং ও প্রিন্টিং কারখানা বন্ধের নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। কিন্তু এ নির্দেশনা অমান্য করে কেরানীগঞ্জে শতাধিক ওয়াশিং, ডাইং ও প্রিন্টিং কারখানা এখনও চালু রয়েছে।

এসব কারখানার তরল বর্জ্য পড়ছে বুড়িগঙ্গায়। কারখানাগুলো বন্ধে কয়েক দফায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন। এসব অভিযানে অন্তত অর্ধশতাধিক কারখানার বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়া হয়। কিন্তু প্রতিবারই অভিযান শেষে কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই বন্ধ কারখানা আবারও চালু করে মালিকরা।

সর্বশেষ গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ আগানগর এলাকার ৬টি ওয়াশিং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন। এমনকি কারখানাগুলো বন্ধ করা হয়েছে মর্মে স্টিকার লাগিয়ে দেয়া হয়।

মঙ্গলবার ও বুধবার সরেজমিন দেখা গেছে, সিলগালা করে দেয়া এসব কারখানা সচল রয়েছে। কারখানাগুলোর প্রধান ফটক বন্ধ রয়েছে। কিন্তু বিকল্প গেট বানিয়ে ভেতরে কাজ করছেন শ্রমিকরা। নেয়া হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগও।

আগানগর কেচিশাহ ডক এলাকায় পাশাপাশি অবস্থিত ৩টি ওয়াশিং কারখানা। এগুলো হল- গ্লোবাল ওয়াশিং, আধুনিক ওয়াশিং ও কালারটাচ ওয়াশিং। অভিযান চালিয়ে কারখানাগুলো বারবার বন্ধ করা হলেও তা মানছেন না মালিকরা।

আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে ৬টি ওয়াশিং কারখানা। ৩০ নভেম্বরের অভিযানে এগুলো বন্ধ করা হলেও বুধবার কারখানাগুলো সচল পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে একটি কারখানার মালিক মাজেদুল ইসলাম বলেন, সবাই চালাচ্ছে তাই আমিও চালাচ্ছি।

জানা যায়, গত ২৭ অক্টোবর আগানগর ও কালীগঞ্জ এলাকার ২২টি কারখানা বন্ধ করে দেয় পরিবেশ অধিদফতর। এরপর ২৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে আরও ১২টি কারখানা বন্ধ করে। এর আগে ২০১৭ সালে তৎকালীন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব ও ২০১৫ সালে পরিবেশ অধিদফতরের পরিচালকের নেতৃত্বে বেশ কিছু কারখানা বন্ধ করা হয়। আর্থিক জরিমানাও করা হয় কয়েকজনকে। কিন্তু কিছুদিন না যেতেই বন্ধ করে দেয়া এসব কারখানা সচল হয়ে যায়।

বুড়িগঙ্গা তীরের আগানগর এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, ‘১৫ বছর আগেও বুড়িগঙ্গার পানি ফকফকা আছিল। এখন কালা কুচকুচা। ওয়াশিং কারখানার কেমিক্যাল মিলাইন্না (মেশানো) পানি বুড়িগঙ্গায় পইড়া নদীর পানি এমন হইছে।’

কেরানীগঞ্জ ওয়াশিং মালিক সমিতির তথ্যমতে, সমিতির তালিকাভুক্ত ওয়াশিং কারখানা রয়েছে ৮১টি। তবে সমিতির বাইরেও অনেক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে একটিরও ইটিপি নেই। আগানগর, চুনকুটিয়া, শুভাঢ্যা, চরকালিগঞ্জ, খেজুরবাগ, কালীগঞ্জ, হাসনাবাদ, দোলেশ্বর এলাকায় এসব কারখানার অবস্থান।

কেরানীগঞ্জ ওয়াশিং মালিক সমিতির সভাপতি কাজী আবু সোহেল বলেন, সিলগালা বা বন্ধ করা কারখানা কীভাবে চালু করেছেন সেটা ওই কারখানার মালিকই ভালো বলতে পারবেন। উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে ইটিপি ছাড়া কারখানা বন্ধের- এটা আমরা জানি। এজন্য কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নে ৪০ বিঘার মতো জমি কেনা হয়েছে। যেখানে ওয়াশিং ডাই কারখানাগুলো সরিয়ে নেয়া হবে। সেখানে সেন্ট্রাল ইটিপির ব্যবস্থা করা হবে। তবে এজন্য সময়ের প্রয়োজন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর কয়েক দফায় কারখানাগুলোতে অভিযান চালিয়েছি। কিছু কারখানাকে জরিমানা করা হয়েছে। কিছু কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

বন্ধ কারখানা কীভাবে চালু হল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, খোঁজখবর নিয়ে বলতে পারব। যদি এমনটা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এবার আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঝটিকা মিছিল শেষে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ গ্রুপের সংঘর্ষ

ফেনীর মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

সাদপন্থি জিয়া ২ দিনের রিমান্ডে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।