বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার দুপুরে গনতন্ত্র হত্যা দিবস-২০১৯ পালন ও খালেদা জিয়ার মুক্তি দাবীতে আলোচনা সভা করা হয়েছে। জেলা শহরের প্রান কেন্দ্র শালতলাস্থ আভিজাত হোটেল ক্যাসেল আসারায় অনুষ্ঠিত এ কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ
মুজিবর রহমান। নবগঠিত জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক ফকিরহাট উপজেলার জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ
কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওহিদুল ইসলাম পল্টু, মল্লিক মিজানুর রহমান, চিতলমারী বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডা, জেলা জাতীয়তাবাদী যুবদলের
সভাপতি হারুন আল রশিদ, সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বর্তমান
সরকার প্রশাসন কে দিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় রয়েছে।
জনগনের ভোট অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। ফলে আমরা এদিন কে গনতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করছি।
এখনথেকে কেন্দ্রে দেয়া সকলকর্মসুচী আমরা যথানিয়মে পালন করব। আর বর্তমান কেন্দ্র ঘোষিত নবগঠিত কমিটিকে এখানে
যারা অবাঞ্চিত করেছে তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে অপমান করেছে। তাই এসব নোংরামীতে না গিয়ে আসুন গনতন্ত্রের জন্য
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজপথে লড়াই করি।