বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, আ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক” আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ওসি তদন্ত শাহাজাহান আহম্মেদ। #