বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরনে রাষ্ট্রের করণীয়
বিষয়ে জেলা পর্যায়ে বাগেরহাটে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা শারি ও বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি, মিডিয়া ডিফেন্ডারের আয়োজনে ব্রাট এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান। সাবেক প্রধান শিক্ষক মূখার্জী রবিন্দ্রনাথের সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শারির সমন্বয়কারী রঞ্জন বকসী নূপু, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, শহর সমাজসেবা
কর্মকর্তা নাজমুস সাকিব, বাংলাদেশ দলিত পরিষদের বাগেরহাট জেলা কমিটির সাবেক সভাপতি কালিদাশ চন্দ্র দাশ, সাধারন সম্পাদক রবিন্দ্র নাথ দেবনাথ, সদর উপজেলা কমিটির সভাপতি হরি চাঁদ বিশ^াস নিশাত তাবাসুম প্রমূখ।