বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ২ টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অবকাঠামো
সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে স্কুল দুটির উৎকন্ঠিত অভিভাবকরা
বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ফোরামের
আহবানে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন, অভিভাবক ফোরামের
আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, যুগ্ম আহবায়ক আসমাতুল ফাতিমা ময়না,
সদস্য সচিব কল্লোল সরকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,
মহিলা পরিষদের সাভানেত্রী সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদিকা পারভীন
আহম্মেদসহ এই দুটি স্কুলের অভিভাবকবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা সরকারী এই মাধ্যমিক বিদ্যালয় দুটিতে দ্রুত
শিক্ষক সংকট সমাধানসহ পর্যাপ্ত অবকাঠামো নির্মানের দাবী জানান। পরে
একই দাবীতে অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ বাগেরহাট জেলা প্রশাসকের
মাধ্যমে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি’র বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।