বাগেরহাট প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে ১০ হাজার গাছের চারা রোপন করবেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ।
শনিবার দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড়ে খুলনা বাগেরহাট মহাসড়কের আইল্যান্ডে একটি বকুল গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মেজবা আহমেদ, সাধারণ সম্পাদক বিপুল পাল,অন্যাণ্যের মধ্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খুলনা শাখার সভাপতি মোখলেছুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের মোল্লা হাবিবুর রহমানসহ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেত্রীবৃন্দ বলেণ, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক কোটি বৃক্ষ রোপনের ঘোষনা দিয়েছেন। সেই লক্ষকে সামনে রেখে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহন করা হয়েছে। আমরা বাগেরহাটের ৯ উপজেলায় ১০ হাজার চারাগাছ রোপন করব।