খুলনাস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে গতকাল রোববার বিকেলে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সমিতি কার্যালয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
সমিতির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শেখ মুহাম্মদ সাহেব আলি, সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আসাদুর রহমান, সমাজসেবক আলহাজ¦ আফরোজা আক্তার মঞ্জু, আলহাজ¦ এসএম রুহুল আমীন, এইচ এ হাদী, আব্দুল হাই পলাশ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কাজী এনামুল হক টুকু।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এতদাঞ্চলের সকল জনকল্যাণমূলক সংগঠনসহ বিত্তবানদের প্রতি গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।