চ্যানেল খুলনা ডেস্কঃআওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া একজন নির্লোভ রাজনীতিক ছিলেন। তিনি নিঃস্বার্থ ভাবে রাজনীতি করেছেন। তিনি তেমন অর্থশালী ছিলেন না, আর কখনও অর্থের পেছনে ছুটেননি। অনেকে মুজিব আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কিন্তু বেলায়েত হোসেন বাচ্চু কখনও আদর্শচ্যুত হননি।
নেতৃবৃন্দ আরো বলেন, খুলনায় আ’লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কয়েক জনের মধ্যে বেলায়েত হোসেন বাচ্চু’র অবদান অন্যতম। আমাদের তার মত ত্যাগী আদর্শবান কর্মী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর ও জেলা আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি এড. চিশতি সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান জামাল, এড. খন্দকার মজিবর রহমান। সভা পরিচালনা করেন নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নুর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, এড. নিমাই চন্দ্র রায়, এড. ফরিদ আহমেদ, শেখ ফজলুল হক, এড. অলোকা নন্দা দাস, অধ্যাপক আলমগীর কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যাপক মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ শহিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, এড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এড. আব্দুল লতিফ, জয়ন্তী রাণী সরকার, প্রফেসর ড. মাহবুব উল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, মোঃ মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোঃ ইমরান হোসেন, কাজী কামাল হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, দেবদুলাল বাড়ৈই বাপ্পি, সরদার জাকির হোসেন, জামিল খান, এস এম ফরিদ রানা, মাহফুজুর রহমান সোহাগ, চ ম মুজিবর রহমান, সরদার আব্দুল হালিম, এড. শামীম মোশাররফ, মোঃ জাকির হোসেন, এমরানুল হক বাবু, মোঃ শিহাব উদ্দিন, নুরজাহান রুমি। এ সময় আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বড় মেয়ে নূরীনা রহমান বিউটি, জামাতা আনিসুর রহমান অনি, ছেলে রিয়াজত হোসেন জন।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।