একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভোট ডাকাতি আখ্যা দিয়ে ভোটের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘কালো দিবস’ পালনে কালো পতাকা বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।
সরকারের পদত্যাগের দাবিতে বুধবার পুরানা পল্টন মোড় থেকে জোটের কয়েক শত নেতা-কর্মী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা দেয়। জোটের বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে।
বাঁধা অতিক্রম করে শাহবাগ শিশুপার্কের সামনে গেলে আবারও পুলিশ বাঁধা। সেখানে কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
এরপর আর এগোতে না পেরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতারা।