অবশেষে সিদ্ধান্ত ঘোষণা করলো বার্সেলোনা। নতুন কোচ হিসেবে দলটি বেছে নিয়েছে জাভি হার্নান্দেজকে। যিনি খেলোয়ার হিসেবে দুই যুগ কাটিয়েছেন বার্সেলোনায়। এখন কোচ হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন বার্সেলোনার ঘরের খেলোয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া জাভি।
গতকাল (৫ নভেম্বর) বিকেলেই আনুষ্ঠানিকভাবে জাভির কোচ হওয়ার বিষয়টি জানা যায়। কাতারি ক্লাব আল-সাদ এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে। আর দিবাগত রাতে এ কথা আনুষ্ঠানিকভাবে জানালো বার্সেলোনা।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, জাভির সঙ্গে আপাতত ২০২৪ সাল পর্যন্ত চুক্তি। অর্থাৎ আগামী আড়াই মৌসুম বার্সার দায়িত্বে থাকবেন জাভি হার্নান্দেজ। যদি তিনি ক্লাবটির আগের জৌলুশ ফিরিয়ে আনতে পারেন, তাহলে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে।
জানা গেছে, আগামী সোমবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জাভিকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
২০১৫ সালে বার্সা ছেড়ে আল-সাদের সঙ্গে চুক্তি করেন জাভি। সেখানে চার বছর খেলার পর অবসর নেন এবং ২০১৯ সালে ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কোচ হিসেবে আল-সাদকে মোট সাতটি শিরোপা জিতিয়েছেন তিনি।