সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নীলনকশার জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রবিবার (১৯ নভেম্বর) খুলনায় হরতাল সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিলের মধ্য দিয়ে পালন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা।
মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোটাধিকার হরণকারী এবং জুলুমবাজ বাকশালী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে শাসকদলের পরাজয় অবশ্যম্ভাবী বোঝতে পেরে ষড়যন্ত্রমূলক নীল নকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসকদলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে। গণতন্ত্রকামী সংগ্রামী জনতা সরকারের একতরফা নির্বাচনের দিবাস্বপ্ন কোনোভাবেই পূরণ হতে দিবে না।
মহানগর ও জেলা বিএনপি: হরতাল সমর্থনে সকাল ১০টায় নগরীর সোনাডাঙ্গা-নতুনরাস্তা সড়কের খুলনা মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মিছিলটি সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানো রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, শেখ ইমাম হোসেন, শফিকুল ইসলাম শফি, আবু সাইদ শেখ, আতাউর রহমান রুনু, মাসুম বিল্লাহ, মো. তাজিম বিশ্বাস, খান ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন আনো, শাহনাজ সরোয়ার, মাহবুবউল্লাহ শামীম, সালাউদ্দিন মোল্লা বুলবুল, হুমায়ুন কবীর চৌধুরী, মনিরুজ্জামান মনি, মিশকাত আলী, মনজুরুল আলম, সওগাতুল ইসলাম সগীর, মোল্লা রাজু আহমেদ, মেহেদী হাসান লিটন, আইয়ুব মোল্লা, শফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল্লাহ আল মামুন, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম মল্লিক, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, রুবেল মীর, সাইফুল ইসলাম খান, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েত উল্লাহ দিপু, এস এম ইউসুফ, শাকিল আহমেদ, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, জাহাঙ্গীর হোসেন, বায়জিদ হোসেন, দিপু প্রধান, নুর ইসলাম, মাসুদ খান, মাসুদুল হক হারুন, বেল্লাল হোসেন, মামুন, মনির, হাসান, আলী বাবু, জাহিদ হাসান, দুলাল, ফিরোজ খান, নাসির, তানভির, মিলন, সৈকত, রবি, আরিফ, সুমন, ফারুক, কামরুজ্জামান টুকু, আবু তাহের হীরা, ইসরাইল হোসেন জিসান, সুমন খান, আরিফুল ইসলাম আরিফ, আলামিন হাওলাদার, রাকিবুল ইসলাম সাজিদ, নাবিদ হাসান, নয়ন, রুম্মান, মাহবুব হোসেন হীরা, রানা, আশিক, সাইফুল, গিয়াস, আরেফিন, সাইদুল ইসলাম তুহিন, রুবেল হোসেন, ফরিদ হোসেন প্রমুখ।
এছাড়া জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল রবিবার সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করেছে।