মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ব মৃত্তিকা দিবস। খুলনা বিশ্ববিদ্যালয়ে দিবসটি যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রমেন্ট ডিসিপ্লিনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯.৩০ মিনিটে র্যালি, সকাল ১০.১৫ মিনিটে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে আলোচনা সভা, সকাল ১১.৩০ মিনিটে টেকনিক্যাল সেশন এবং দুপুর ১.৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম।