সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিয়ে করলেন দর্শনা-সৌরভ | চ্যানেল খুলনা

বিয়ে করলেন দর্শনা-সৌরভ

অনেক গুঞ্জনের পর এবার প্রতীক্ষার পালা শেষে চার হাত এক হলো শাকিব খানের নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাসের। গাঁটছড়া বেঁধেছেন তারা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন ভারতের এই দুই তারকা। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। খবর হিন্দুস্তান টাইমস।

দীর্ঘদিন ধরে প্রেম ছিল তাদের মাঝে, কয়েকদিন আগে বিয়ের গুঞ্জন উঠলে তা অস্বীকার করেন এই জুটি। সেই গুঞ্জনকে এবার বাস্তবে রূপ দিল এক ফেসবুক পোস্টে। শনিবার সকালে দর্শনা ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে তাদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড।

মূলত শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা ছবির মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। দর্শনার স্বামী পেশায় অভিনয়শিল্পী। ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।

কলকাতার এক বিলাসবহুল হোটেলে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রূপার নকশা করা লাল বেনারসিতে সেজেছিলেন দর্শনা। শাঁখা-পলা পরে যেন নিমেষেই দর্শনার সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ; সঙ্গে পরেন হালকা গহনা, ছিল মানানসই মেকআপ। তার পছন্দেই এটি তৈরি হয়েছে। অন্যদিকে, সৌরভের পরনেও মিলেছে বাঙালিয়ানার ছোঁয়া। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে হাজির হয়েছিলেন তিনি।

গত বছরের শুরুর দিকে গুঞ্জন ওঠে, অভিনেত্রী দর্শনা বণিক প্রেম করছেন, তাও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। কয়েক দিন আগে সব জল্পনা-কল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন দর্শনা বণিক। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

মিথিলাকে জয়ী করতে ভোট চাইলেন জয়া আহসান

হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী

‘কেজিএফ’ অভিনেতা হরিশ মারা গেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।