প্রতিকি ছবি
চ্যানেল খুলনা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার) সকাল দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের সাথে খুলনা সার্কিট হাউজ সম্মেলনক্ষ প্রান্ত হতে খুলনার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা যুক্ত হবেন।
প্রকল্পসমূহ হলো, তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ছয় লেন বিশিষ্ট ৮ কিলোমিটার তৃতীয় কর্ণফুলী (শাহ্ আমানত সেতু) সেতুর এপ্রোচ সড়ক এবং ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু।
ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নির্মাণ কাজ।
এছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন।