বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে তাঁর রোগমুক্তি এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ১৬আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল যুগ্ম-আহ্বায়ক ও সদস্যগন, থানা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।