সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বেনাপোলে ৫ লক্ষ ভারতীয় রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক | চ্যানেল খুলনা

বেনাপোলে ৫ লক্ষ ভারতীয় রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট সাদিপুর মোড় থেকে শনিবার সকালে ৫ লক্ষ ২৪ হাজার ভারতীয় রুপি ও ৪ টি নতুন মোবাইলসহ নিরঞ্জন চন্দ্র দাস (৩৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি । তিনি নরসিংদী জেলার সদর থানার গোড়াদিয়া এলাকার ঝনটু চন্দ্র দাসের ছেলে। তার পাসপোর্ট নং BX-০২ ০৫৬৮৯। সে পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে এসে বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে চেকপোস্ট সাদিপুর মোড়ে অবস্থান করছিল।
যশোর-৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি একজন হুনডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চেকপোস্ট সাদিপুর মোড়ে অবস্থান করছে ।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপি ও ৪ টি নতুন মোবাইল সহ তাকে হাতেনাতে আটক করেন ।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
এদিকে অনেকেই জানিয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া ও আসা পাসপোর্ট যাত্রীদের ল্যাগেজ গুলো স্কানার মেশিনে চেক করা হয়। কিন্তু কোন পাসপোর্ট যাত্রীকে শরীল চেক করা হয় না। এ কারনেই তারা বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যায় সোনা, ডলার সহ বৈদেশিক মুদ্রা। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় রুপি ভারতীয় বর্ডারে মজুত করা বাংলাদেশী হুনডি টাকা।ভারতীয় ৬০/৭০ জন নাগরিক বিজনেস ভিসা করে প্রতিদিন সকালে বাংলাদেশে প্রবেশ করে আবার বিকালে ভারতে ফিরে যায়। এ সুযোগে এরা হুনডি টাকা, সোনা ও ডলার পারাপার করে থাকে। এর মধ্যে প্রায় ১৫ জন মহিলাও রয়েছেন। বাংলাদেশ কাস্টমসের চেকিং পয়েন্টে দুর্বল ও কিছু অসাধু কর্মকর্তার কারনে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা ।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

সুন্দরবনে করিম বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জনসম্পৃক্ততায় বিঘ্ন সৃষ্টিকারী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে বিএনপি ‘জিরোটলারেন্স’

মোংলায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন গেল বিলকিস বেগমের!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।