সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন-ভাতা নির্ধারণ | চ্যানেল খুলনা

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন-ভাতা নির্ধারণ

বেসরকারি খাতের সব ধরনের ব্যাংকের সর্বনিম্ন বেতন-ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ট্রেইনি সহকারী কর্মকর্তা ও কর্মকর্তা (ক্যাশ), সহকারী কর্মকর্তাদের শুরুতে বেতন-ভাতা হবে হবে সর্বনিম্ন ২৮ হাজার টাকা, শিক্ষানবিশ শেষ হলে বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা।

পাশাপাশি লক্ষ্য অর্জন করতে না পারলে এবং অদক্ষতার অজুহাতে কোন ব্যাংকারকে চাকরিচ্যুত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে।

আজ বৃহষ্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। যা আগামী মার্চ থেকে কার্যকর করতে হবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেইনি সহকারী কর্মকর্তা ও কর্মকর্তা (ক্যাশ), সহকারী কর্মকর্তাদের শুরুতে বেতন-ভাতা হবে হবে সর্বনিম্ন ২৮ হাজার টাকা, শিক্ষানবিশ শেষ হলে বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা। আর ব্যাংকের অফিস সহায়কদের বেতন হবে সর্বনিম্ন ২৪ হাজার টাকা। পাশাপাশি যেসব ব্যাংক তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা দেয়, তাদের বেতন-ভাতার ক্ষেত্রে অফিস সহায়কের বেতনকে বিবেচনায় নিতে হবে। তবে এই নির্দেশনা এজেন্ট ব্যাংকিং কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তার সঙ্গে সর্বনিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার পার্থক্য যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। কোন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা কমানো যাবে না। পাশাপাশি চাকরি স্থায়ী ও বার্ষিক বেতন বৃদ্ধির জন্য আমানত সংগ্রহের লক্ষ্য বেঁধে দেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নিরবচ্ছিন্নভাবে ব্যাংকিং সেবা দানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রেখে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অবদান রেখে যাচ্ছেন।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

ফেব্রুয়ারির মধ্যেই পাচার অর্থের আংশিক ফেরত আসবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সরকারকে অন্ধকারে রাখবেন না-আয়কর আইনজীবীদের অর্থ উপদেষ্টা

এবার দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

বাংলাদেশ থেকে জাহাজ কিনতে আগ্রহী পাকিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।