দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেইভ প্রকল্পের উদ্যোগে গঠিত মোংলা উপজেলার মেন্টর দল ও ইয়ুথ দলের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রৈমাসিক ফলোআপ সভাটি গত শনিবার ০৪ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মোংলাতে অনুষ্ঠিত হয়েছে। মোংলা উপজেলা ব্রেইভ প্রকল্পের মেন্টর দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কমলেশ মজুমদার । এছাড়া সভায় ব্রেইভ প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, ব্রেইভ প্রকল্পটির উদ্যোগে গঠিত বাগেরহাট জেলা সহিংস উগ্রপন্থা প্রতিরোধ কমিটির সহ সভাপতি পিযুশ কান্তি মজুমদার,মাস্টার ট্রেইনার আবুল কাসেম, শহিদুল ইসলাম সহ মেন্টর ও সকল ইউনিয়ন থেকে আগত ইয়ুথ প্রতিনিধি বৃন্দ। উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় সকল ইয়ুথ প্রতিনিধি বৃন্দ তার নিজস্ব এলাকার পরিস্থিতি তুলে ধরে সহিংস উগ্রবাদ প্রতিরোধ সহ এলাকায় তাদের অন্যান্য সামাজিক কর্মকান্ড তুলে ধরেন ।ইউনিয়ন ভিত্তিক ইয়ুথ সদস্যরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম সহ পারিবারিক সহিংসতা নিরসন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার ব্যাপারে স্থানীয়ভাবে মেন্টর দলের কাছে সহযোগিতার আহবান জানিয়েছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কমলেশ মজুমদার বলেন- সহিংস উগ্রবাদ প্রতিরোধে যেমন সকলকে সচেতন থাকতে হবে অন্যদিকে স্থানীয়ভাবে যার যার এলাকার উন্নয়নে দায়িত্ব নিতে হবে। তিনি ইয়ুথদের উদ্যেশে বিশেষ তাগিদ প্রদান করে বলেন- আমাদের সকলকে হিংসা বিদ্বেষ ভুলে অনেক বেশি উদারতার পরিচয় দিতে হবে । তাহলেই সকল প্রকার সহিংসতা নির্মুল হবে। সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী তার সমাপনি বক্তব্যে বলেন- আমরা সুন্দর একটি পরিবেশে সাবলিল আলোচনার মাধ্যমে সকলের কার্যক্রম শেয়ার করলাম । পাশপাশি নতুন করে কিছু কার্যক্রম আগামীতে করবো বলে পরিকল্পনাও গ্রহন করেছি। ইয়ুথদের সকল কার্যক্রমে আমরা মেন্টর যারা আছি স্থানীয়ভাবে তাদের সবসময় সহযোগিতা করবো। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড সভাগুলোতে আমরা অংশগ্রহন করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সকলকে সচেতন করবো। তিনি প্রধান অতিথী সহ অন্যান্য সকল অংশগ্রহনকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।