বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা বিভাগীয় অফিস ও খুলনা সদরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার (১০ জানুয়ারি) খুলনা মহানগরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।
নগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার মেসার্স পাবনা মিষ্টিঘর নামের ফার্মেন্টেড মিল্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়ন না করে মিথ্যা তথ্য দেয়ায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঔ বাজারের মেসার্স আকোন সেফ ফুড প্রোডাক্টস নামের ফার্মেন্টেড মিল্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণ না করায় ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ দেয় বিএসটিআই।
উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান এর নেতৃত্বে খুলনার বিএসটিআই বিভাগীয় অফিস কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ শাহানূর হোসেন খান।