বৃহস্পতিবার সকাল ৯ টায় অনলাইনে গ্রাহক সদস্যবৃন্দের রেজিষ্ট্রেশনের মাধ্যমে শুরু হয় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সদস্য সভা।
বৈশ্বিক কোভিড মহামারীর নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটায় সরকারী প্রজ্ঞাপন ও বাপবিবোর্ডের নির্দেশনা অনুযায়ী বরাবরের ন্যায় স্ব শরীরে বার্ষিক সদস্য সভা অনুষ্ঠানের পরিবর্তে ভার্চুয়ালী করার পরামর্শ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সদস্য সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।
বার্ষিক সদস্য সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হওয়ার বিষয়টি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ স্থানীয় পত্রিকা, ফেসবুক পেইজ ও ওয়েব সাইটের মাধ্যমে গ্রাহকদের অবহিত করা হয়। অন লাইনে গ্রাহকদের রেজিষ্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ৭৯৬জন গ্রাহক সদস্যবৃন্দ রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সভার শুরুতে মহান বিজয় এর সুবর্ণ জয়ন্তী ও জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের উচ্ছাসের রেশ কাটতে না কাটতেই শীতের এই সকালে অমর প্রাণ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিসেনানীদের লালিত স্বপ্ন বাস্তবায়নের দীপ্ত শপথ নিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
সভার উদ্বোধন করেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি শেখ মাহমুদুল কালাম। বার্ষিক সদস্য সভার বিজ্ঞপ্তি পাঠ করে শুনান খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব মোড়ল মাহমুদ আসলাম। সভার সাফল্য কামনা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মোহা: সেলিম উদ্দিন কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পবিস মনিটরিং ও ব্যঃপঃ (পঃঅঃ) পরিদপ্তর এর উপ পরিচালক জনাব এস.এম কামাল হোসেন।
“লাভ নয়, লোকসান নয়া এই নীতিতে পরিচালিত খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আয় ব্যয় সম্পর্কিত হিসাব সভার সকলের সম্মুখে প্রতি বৎসরই তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় বিগত ২০২০-২০২১ অর্থ বছরের আয় বায় সম্পর্কিত হিসাব খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করে শুনান সমিতি বোর্ডের এলাকা পরিচালক জনাব সরদার সুবেহ সাদিক।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি একটি সমবায় ভিত্তিক জবাবদিহি মূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সমিতি ব্যবস্থাপনা সম্মানিত গ্রাহক সদস্যদের কাছে জবাবদিহি করতে সদা প্রস্তুত সেই লক্ষ্যকে সামনে রেখে সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব প্রকৌঃ মোঃ আলতাফ হোসেন প্রতিবেদন পাঠ করেন এবং অনলাইনে (ফেসবুক পেইজের মাধ্যমে) প্রাপ্ত ৩ জন গ্রাহকের প্রশ্নের জবাব প্রদান করেন।
সভায় বিগত এক বৎসর যাবৎ যে সকল গ্রাহক বিলম্ব মাশুল ছাড়া নিয়মিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এমন ৩২ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের আওতাধীন ৪টি জোনাল অফিস,৩ টি সাব-জোনাল অফিস হতে অনলাইনে (ফেসবুক পেইজের মাধ্যমে) সংযুক্ত থেকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া রেজিষ্ট্রেশন সম্পন্নকারী ৭৯৬ জন গ্রাহকের মধ্যে প্রথম স্থান মোঃ নুরুজ্জামান পিতা মহর আলী মাষ্টার, গ্রাম ওয়াজেদ নগর জলমা বটিয়াঘাটা ২য় স্থান মোঃ ইমরান হোসেন, পিতা শেখ আইয়ুব আলী, গ্রাম তেরখাদা ,৩য় স্থান বাবুরাম মন্ডল পিতা মৃত সুধীর কৃষ্ন মন্ডল গ্রাম সরল পৌরসভা পাইকগাছা সহ অনলাইন মাধ্যমে ১০ জন গ্রাহককে পুরস্কৃত করা হয়।
সভা শেষে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশন কর্তৃক এলাকা পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।