সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভৈরবের জমি যাচ্ছে পেটে : কার্গো যাচ্ছে চরে: দখলবাজরা রয়েছে বহাল তবিয়তে | চ্যানেল খুলনা

ভৈরবের জমি যাচ্ছে পেটে : কার্গো যাচ্ছে চরে: দখলবাজরা রয়েছে বহাল তবিয়তে

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়াকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার মূল চালিকা শক্তি ভৈরব নদের জমি চলে যাচ্ছে রাঘববোয়াল দখলদারদের পেটে। আর শীর্ণকায় হতে হতে নদীটি ধুঁকছে। পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হওয়ায় এবং দখলবাজদের দৌরাত্মে নদীর বাঁক বদলে যাওয়ায় জেগে উঠছে চর।

আর এ চরে প্রতিনিয়ত আটকে যাচ্ছে কার্গো জাহাজ। ফলে একদিকে ধ্বংস হচ্ছে নদী বন্দর; অন্যদিকে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা।আর নওয়াপাড়া হারাতে যাচ্ছে তার ঐতিহ্য। সচেতন মহলের দাবি এভাবে দখলবাজদের পেটে বিলীন হতে থাকলে এক সময় নওয়াপাড়ার ভৈরব নদ মরা খালে পরিণত হবে। নওয়াপাড়া হারাবে বন্দরের ঐতিহ্য। থমকে যাবে শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার সমৃদ্ধির চাঁকা।

স্থানীয়রা দাবি করেন, বছরের পর বছর ধরে নওয়াপাড়ায় ভৈরব নদ দখল করে চলেছে দখলবাজরা। ভৈরবের প্রায় অর্ধেক জমি চলে গেছে দখলবাজদের পেটে। এমনটি নদীর মাঝে বাঁধ দিয়েও দখল করা হয়েছে ভৈরব নদ। তবুও এসব রাঘববোয়াল দখলবাজরা বহাল তবিয়তে রয়েছে।কালেভদ্রে উচ্ছেদ অভিযান চললেও ছোট খাটো দু/একটি নামমাত্র স্থাপনা উচ্ছেদ করেই লোকদেখানো উচ্ছেদ অভিযান শেষ হয়ে যায়।

আর রাঘববোয়াল যাদের পেটে ভৈরব নদীর বৃহদাংশ হজম করে ফেলেছে সেই সব দখলবাজরা থেকে যান বহাল তবিয়তে। এসকল অবৈধ স্থাপনা ও দখল অজ্ঞাত কারনে উচ্ছেদ হয়না।এদের ব্যাপারে কর্তপক্ষ বরাবরই উদাসীন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নওয়াপাড়ায় ভৈরব নদ ড্রেজিং হয় যেন তেনভাবে।

সঠিক ব্যবস্থাপনায় ভৈরব নদ ড্রেজিং না হওয়ায় পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। সেই সাথে বাঁধাগ্রস্থ হচ্ছে পানির প্রবাহ। আর এ নামমাত্র ডেজিংও চলে দখলবাজদের সুবিধা মাথায় রেখে।ফলে দখলবাজদের কারনে নদীর বাঁক বদলে গেলেও তার সুরাহা হয়না কশ্চিনকালেও।

নওয়াপাড়ার আমদানীকারক, ব্যবসায়ী, হাজার হাজার ঘাট শ্রমিক ও স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে ভৈরব নদ দখলমুক্ত করে সঠিক ড্রেজিংয়ের মাধ্যমে ভৈরব নদকে পূর্বের চেহারায় ফিরিয়ে আনতে না পারলে নওয়াপাড়ার শিল্প-বাণিজ্য ও ব্যবসা থমকে দাড়াবে। পথে বসবে হাজার হাজার পরিবার।

সরকার হারাবে কোটি কোটি টাকার রাজস্ব। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, হাতে গোনা দুই/দশজন দখলবাজদের জন্য নওয়াপাড়া বন্দরের এত বড় বিপর্যয় কোনভাবেই মেনে নেয়া যায়না। তারা নৌ-মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এসকল দখলবাজদের হাত থেকে ভৈরব নদকে রক্ষার জোর দাবি জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।