চ্যানেল খুলনা ডেস্কঃভৈরব ও রূপসা নদীর ভাঙন হতে খুলনা শহরের সরকারি স্থাপনা সমূহ রক্ষায় ৩০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে এ প্রকল্পের ৩০ ভাগ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়ন হলে অন্তত ১৩শ’ মিটার তীর স্থায়ীভাবে সুরক্ষা পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাঙনের কবলে পড়েছে মহানগরীর খালিশপুরস্থ বাংলাদেশ নৌ-বাহিনী খুলনা (বানৌজা) তিতুমীর সংলগ্ন ভৈরব নদ ও রূপসা নদীর তীর। অব্যাহত ভানে নদীগর্ভে বিলীন হচ্ছে বাউন্ডারী ওয়াল ও গাছপালা। ঝুঁকির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসভবণসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় মোংলা বন্দর কর্তৃপক্ষের দপ্তর, বিচারকদের বাসভবন, ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষার্থে ও ভাঙন প্রতিরোধে ৩০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় নৌ-বাহিনী (বানৌজা) তিতুমীর সংলগ্ন ভৈরব নদ ও রূপসা নদীর ১২শ’ ৯০ মিটার তীর ব্লক, জিও ব্যাগ ও জিও টেক্সটাইল দিয়ে স্থায়ী প্রতিরক্ষা দেয়া হবে। প্রতিরক্ষায় ব্যবহৃত হচ্ছে ২ লাখ ৩১ হাজার ব্লক ও ২ লাখ ৭৯ হাজার ৫০৯টি জিও বস্তা। ইতোমধ্যে ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এ প্রকল্পের কাজ সমাপ্ত হবে।
খুলনা পানি উন্নয়ন বোর্ড-এর উপ-সহকারী প্রকৌশলী কৃঞ্চ পদ দাস বলেন, সরকারি স্থাপনা রক্ষার্থে ও ভাঙন প্রতিরোধে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে ব্লক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর ভয়াবহ ভাঙন কবলিত এলাকা স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। বিশেষ করে ঝুঁকিতে থাকা সরকারি স্থাপনা ও কোটি কোটি টাকার সম্পদ রক্ষা পাবে।