সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ভৈরব ও রূপসা নদীর তীরে নির্মিত হচ্ছে প্রটেকটিং ওয়াল, ওয়াকওয়ে ও দৃষ্টিনন্দন ঘাট | চ্যানেল খুলনা

প্রকল্প ব্যয় ৩০ কোটি টাকা

ভৈরব ও রূপসা নদীর তীরে নির্মিত হচ্ছে প্রটেকটিং ওয়াল, ওয়াকওয়ে ও দৃষ্টিনন্দন ঘাট

চ্যানেল খুলনা ডেস্কঃস্থায়ীভাবে ভাঙন রোধসহ বহুমুখী উদ্দেশ্যে নগরীর ভৈরব ও রূপসা নদীর ১ কিলোমিটারের অধিক তীর ঘিরে প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মধ্যে রয়েছে প্রটেকটিং ওয়াল, ওয়াকওয়ে ও দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ। ইতোমধ্যে এ প্রকল্পের ৭০ভাগ অগ্রগতি হয়েছে। ২০২০ সালের জুনের মধ্যেই সকল কাজ সমাপ্ত হবে। সংশ্লিষ্টরা বলছে, এটি বাস্তবায়ন হলে সরকারি স্থাপনা ও তীর স্থায়ীভাবে সুরক্ষা পাবে। পাশাপাশি নদীর কূলে নির্মল বাতাসে হাঁটা-হাঁটি করাসহ বিনোদনের জন্য নতুন ক্ষেত্র তৈরি হবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি ভাঙনের কবলে পড়েছে মহানগরীর খালিশপুরস্থ বাংলাদেশ নৌ-বাহিনী (বানৌজা) তিতুমীর সংলগ্ন ভৈরব নদ ও রূপসা নদীর তীর। অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বাউন্ডারী ওয়াল ও গাছ-পালা। ঝুঁকির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বেসরকারি বাসভবনসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের দপ্তর, বিচারক, ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের বাসভবন ও বিভিন্ন সরকারি স্থাপনা। সরকারি বেসরকারি এসব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে ও ভাঙন প্রতিরোধে ৩০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় নৌ-বাহিনী (বানৌজা) তিতুমীর সংলগ্ন ৪৯০ মিটার ভৈরব নদ ও সরকারি স্থাপনা সংলগ্ন ৫৯০ মিটার রূপসা নদীর তীরে জিও ব্যাগ ও জিও টেক্সটাইল দিয়ে স্থায়ী প্রতিরক্ষায় প্রটেকটিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি দুই নদীর ৮২০ মিটার তীরে নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে। এ কাজে ব্যবহৃত হচ্ছে ২ লাখ ৩১ হাজার ব্লক ও ২ লাখ ৭৯ হাজার ৫০৯টি জিও বস্তা। এছাড়া রুজভেল্ট জেটি এলাকায় ২১২ মিটার তীর সংস্কার এবং ৫৫ লাখ টাকা ব্যয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের বাসভবণ সংলগ্ন নদীর তীরে তিনটি দৃষ্টিনন্দন ঘাটও তৈরি করা হচ্ছে।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণ পদ দাস ও উপ-সহকারী প্রকৌশলী কাজী হায়াৎ মাসুদ বলেন, ইতোমধ্যে প্রকল্পের শতকরা ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০১৯-২০ অর্থবছরে সকল কাজ সমাপ্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর ভয়াবহ ভাঙন কবলিত জায়গা স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব হবে। বিশেষ করে ঝুঁকিতে থাকা সরকারি স্থাপনা ও কোটি কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। এছাড়া বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি হবে। যেখানে নির্মল বাতাসে হাঁটা-হাঁটিসহ বিনোদনের ব্যবস্থা থাকবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।