সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মণিরামপুর নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের আভাস | চ্যানেল খুলনা

মণিরামপুর নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের আভাস

যশোরের মণিরামপুর পৌরসভায় আওয়ামী লীগের কাজী মাহমুদুল হাসান ও বিএনপির শহীদ ইকবাল হোসেনের মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পৌর এলাকার নাগরিকদের ভাষ্য অনুযায়ী, উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যদিয়ে শনিবার (৩০ জানুয়ারি) পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে অংশ নেওয়া তিনজন মেয়র প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের মনোনীত বর্তমান মেয়র কাজী মাহমুদুল হাসান ও বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। আর একজন প্রার্থী হলেন ইসলামী আন্দোলন মনোনীত মাষ্টার আবু তালেব।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী, উৎসবমূখর পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষায় পুলিশসহ র‌্যাব, বিজিবির পাশাপাশি তাৎক্ষণিক অপরাধ দমনে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেন, ‘সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ১২টি কেন্দ্রের ৬৯ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৩৬ জন এবং নারী ১১ হাজার ১২৯ জন ভোটার ভোট প্রয়োগ করতে পারবেন।’

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শুল্কমুক্ত সুবিধায় ৪ দিনে ভারত থেকে ৭২৫ মেট্রিক টন চাল আমদানি

ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ, করলেন কবর জিয়ারত

ভিসা জটিলতায় কমে গেছে ভারত গামী পাসপোর্ট যাত্রী

নওয়াপাড়ায় ৪ দোকান আগুনে, ক্ষতির পরিমাণ ১৫ লাখ

ভারতে পালিয়ে যাওয়ার সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা বেনাপোলে আটক

বেনাপোলে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।