সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মমতার মন্ত্রিসভার শপথ আজ | চ্যানেল খুলনা

মমতার মন্ত্রিসভার শপথ আজ

ভূমিধস জয়ের পরে টানা তৃতীয় মেয়াদে পরিশ্চমবঙ্গের ক্ষমতায় আসা মমতা ব্যানার্জির মন্ত্রিসভার শপথগ্রহণ আজ। রাজভবনে সকাল ১০টা ৪৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।
এর আগে গত সপ্তাহের বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস নেত্রী শপথ নিয়েছেন। এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দপ্তর। এর মধ্যে চারজন পূর্ণ মন্ত্রীসহ ছয়জন রয়েছেন মুসলিম।

ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, রোববার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। পাশাপাশি এ বার ১৭ জন নতুন মুখ দেখা যাবে মমতার মন্ত্রিসভায়। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।
অন্য দিকে কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও মন্ত্রী তালিকায় নাম নেই রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝিও।
বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু নতুন মন্ত্রীদের যে তালিকা রাজভবনে তৃণমূল নেত্রী জমা দিয়েছেন তাতে বিনোদন জগতের কারও নাম রাখা হয়নি। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন সাবেক ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।
রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত চারবারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও।
একনজরে মমতার নতুন মন্ত্রিপরিষদ:
পূর্ণ মন্ত্রী : ১. সুব্রত মুখোপাধ্যায় ২. পার্থ চট্টোপাধ্যায় ৩. অমিত মিত্র ৪.সাধন পাণ্ডে ৫. জ্যোতিপ্রিয় মল্লিক ৬. বঙ্কিমচন্দ্র হাজরা ৭. মানসরঞ্জন ভুঁইয়া ৮. সৌমেন মহাপাত্র ৯. মলয় ঘটক ১০. অরূপ বিশ্বাস ১১. উজ্জ্বল বিশ্বাস ১২. অরূপ রায় ১৩. রথীন ঘোষ ১৪. ফিরহাদ হাকিম ১৫. চন্দ্রনাথ সিংহ ১৬. শোভনদেব চট্টোপাধ্যায় ১৭. ব্রাত্য বসু ১৮. পুলক রায় ১৯. শশী পাঁজা ২০. গোলাম রব্বানি ২১. বিপ্লব মিত্র ২২. জাভেদ আহমেদ খান ২৩. স্বপন দেবনাথ ও ২৪. সিদ্দিকুল্লাহ চৌধুরী।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী : ২৫. বেচারাম মান্না ২৬. সুব্রত সাহা ২৭. হুমায়ুন কবীর ২৮. অখিল গিরি ২৯. চন্দ্রিমা ভট্টচার্য ৩০. রত্না দে নাগ ৩১. সন্ধ্যারাণী টুডু ৩২. বুলু চিক বরাইক ৩৩. সুজিত বসু ৩৪. ইন্দ্রনীল সেন।
প্রতিমন্ত্রী : ৩৫ দিলীপ মণ্ডল ৩৬. আক্রুজ্জামান ৩৭. শিউলি সাহা ৩৮. শ্রীকান্ত মাহাত ৩৯. সাবিনা ইয়াসমিন ৪০. বীরবাহা হাঁসদা ৪১. জ্যোৎস্না মান্ডি ৪২. পরেশচন্দ্র অধিকারী ৪৩ মনোজ তিওয়ারি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা ভাগবতের

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

বাংলাদেশে ইসকনের সবাই ভালো আছে, তবুও ভুল তথ্য ছড়ানো হচ্ছে

বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।