খবর বিজ্ঞপ্তি : দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক, খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও চালনা পৌরসভার সাবেক প্রশাসক এবং সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রাথী’ সদ্য প্রয়াত আবুল খায়ের খানের স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় চালনা পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । শোকসভার প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম মন্জু, প্রধান বক্তা জেলা বিএনপি সভাপতি এড শফিকুল আলম মনা, বিশেষ অতিথি জেলা বিএনবি সাধারন সম্পাদক আমীর এজাজ খান।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমীন, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এড. মহানন্দ সরকার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি সচিনদ্রনাথ মন্ডল, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা খান, চালনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল গফুর সানা। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, শামসুল বারী পান্না, আমিরুল ইসলাম তারেক, বিএনপি নেতা শেখ শাকিল আহম্মেদ দিলু, আব্দুল মান্নান খান, বেনি মাধব বিশ্বাস, গাজী আব্দুল বারিক, আব্দুর রউফ সরদার, মেঘ নাথ সরকার, রহিম তালুকদার, গাজী জাহাঙ্গীর আলম, গাজী আব্দুল মালেক, শহিদুল ইসলাম, দীপক সরদার, মোজাফফার হোসেন, আলামীন সানা, এস এস মোস্তাফিজুর রহমান, কামরুজ্জামান টুকু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও ইমাম পরিষদের নেতৃবৃন্দ। স্মরণ ও শোকসভার শুরুতে মরহুম আবুল খায়ের খান এর স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপিনেতা আব্দুল মান্নান ও মোজাফফর হোসেন।
সব’দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তারা আবুল খায়ের খানকে একজন জনদরদী সমাজ সেবক ত্যাগী সৎ নিষ্ঠাবান রাজনীতিক হিসেবে অভিহিত করে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । আলোচক বৃন্দ তার মত একজন ভালো মানুষকে হারিয়ে এলাকায় যে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হল তা পুরন হবার নয় বলে অভিমত ব্যাক্ত করেন। সকল বিতক’ ও সংকীন’তার উধে’র মানুষ আবুল খায়ের খান, জনগন তাকে স্বরন করবে বহুকাল । বিএনপি প্রতিষ্ঠার ৪২ বছর তিনি বিএনপিকে সমৃদ্ধ করেছেন, একজন সাচ্চা দেশপ্রেমিক ও সততার প্রতিক ছিলেন তিনি। সকলে তার আত্মার কাগফিরাত কামনা করেন ।
সভার শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয় । সভা শেষে নেতৃবৃন্দ আবুল খায়ের খানের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্য ও তার মায়ের সাথে সাক্ষাত করেন তাদের সান্তনা দেন।