ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শ্যামকুড় সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটক কৃতদের মধ্যে ৬জন নারী,২জন পুরুষ ও একটি শিশু রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর সীমান্ত এলাকার একাশিপাড়া ইট ভাটার পাশের রাস্তার উপর থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রঞ্জিত হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪), বরিশাল জেলার হিজলা উপজেলার রাধিশ্বাস দেওয়ানের ছেলে শুভংকর দেওয়ান (২৮) ও তার ছেলে দেব দেওয়ান (৮), বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়খোকা ঘটকের ছেলে স্বরদিনি ঘটক (৭০), মাগুরা জেলার শালিখা উপজেলার অনিল কুমার দাসের স্ত্রী বুলু রানী দাস (৩৫), ফরিদপুর জেলার ভাংগা উপজেলার অখিল মালুর স্ত্রী সাধনা মালু (৩৫), নড়াইল জেলার নরাগতি উপজেলার সেলিম সরদারের স্ত্রী পান্না বেগম (৪০), খুলনা জেলার দৌলতপুর উপজেলার বিপ্লব শেখের স্ত্রী ফাতেমা শেখ (৩৫) ও একই গ্রামের কায়সার শেখের মেয়ে ফাতেমা খানম (১৯)। আটক কৃতদেরকে গতকাল শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করেছে শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।