মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগড়দাঁড়িতে এ বছর কোনো মেলা বসছে না। করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত-এর সভাপতিত্বে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যশোরের সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধূসুদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে কবির জন্মভূমিতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মন্ত্রনালয়ের অধীনে মেলার আয়োজন করা হয়।
এ মেলায় দেশ ও বিদেশ থেকে হাজারো মানুষের সমাগম ঘটে। দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সাগরদাঁড়ি মধুপল্লী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ- দ্দৌলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সুকুমার দাস, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ।
আগামী ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, বিকালে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ২২ ও ২৩ জানুয়ারি কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।